কুমিল্লায় মাদকবিক্রেতা গ্রেপ্তার

 


*কুমিল্লায় মাদকবিক্রেতা গ্রেপ্তার : সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, অস্ত্র ও মোবাইল উদ্ধার*


কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সেনাবাহিনীর ২৩ বীর-এর একটি বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ কামাল হোসেন (৫৭) কে গ্রেপ্তার করা হয়েছে।


১৯ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮টি ছুরি, ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৩টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ, প্রয়োজনীয় নথিপত্র ও চিকিৎসা পরীক্ষার পর কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


👉 অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সমন্বিতভাবে অংশগ্রহণ করেন।

Post a Comment

Previous Post Next Post

Contact Form